Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-১০-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৭

ঘোড়াঘাটে নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল বৃদ্ধার মরদেহ

ঘোড়াঘাটে নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল বৃদ্ধার মরদেহ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি  

নিখোঁজের দুদিন পর দিনাজপুরের ঘোড়াঘাটে নদী পাড় থেকে আছিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার (১৮ অক্টোবর) সকালে ঘোড়াঘাট-পলাশবাড়ী সড়কের ত্রিমোহনী ব্রিজ এলাকায় নদীর কিনারা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার নদী পার হওয়ার সময় তিনি নিখোঁজ হন।

আছিয়া বেগম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের মৃত খোররাম উদ্দিনের স্ত্রী। দীর্ঘ কয়েকবছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় ভাইয়ের বাড়িতে থাকতেন তিনি।

নিহতের ভাতিজা সিদ্দিকুর রহমান বলেন, সোমবার সকালে পাওনা টাকা চাইতে করতোয়া নদী কোমর সমান পানিতে হেঁটে পার হয়ে পাশের টেংরা গ্রামে গিয়েছিলেন আছিয়া। তবে ফেরার পথে নদী পার হতে গিয়ে নিখোঁজ হয়ে যান আছিয়া বেগম। এরপর তার খোঁজে নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে খুঁজে পাওয়া যায়নি তাকে।

তিনি আরও বলেন, নদীর কিছু জায়গায় পানির পরিমাণ বেশি। সেসব জায়গায় সাঁতরে পার হতে হয়। ধারণা করা হচ্ছে, বয়স্ক মানুষ হওয়ায় এবং শরীরে শাড়ি পরিহিত থাকায় সাঁতার দিতে না পেরে পানিতে ডুবে যান তিনি।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার বলেন, স্থানীয় মাধ্যমে খবর পাই যে করতোয়া নদীতে একটি মরদেহ ভাসছে। তাৎক্ষণিক আমরা মরদেহ উদ্ধার করি। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন।

এদিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নদীতে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে নিহতের পরিবার পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ওই থানার কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছে। যেহেতু আমাদের থানা এলাকায় মরদেহটি ভেসে উঠেছে। সেহেতু আমরা জিডিমূলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবো।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad