ঘোড়াঘাট প্রতিনিধি ►
দিনাজপুরের ঘোড়াঘাটে শাব্দপ্রেমী সাহিত্য সংসদের ১১তম আসর অনুষ্ঠিত। এ উপলক্ষে শনিবার বিকেলে সাহিত্য সংসদের অস্থায়ী কার্যলয়ে সংসদের সভাপতি আব্দুল হাদির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ কবিরের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি কোহিনুর আক্তার তুহিন।
প্রধান অতিথি ছিলেন কবি এমদাদুল হক, বিশেষ অতিথি ছিলেন ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি ও কবি মোখলেছুর রহমান সওদাগর,সাঃ সম্পাদক ও শিল্পি শাহ আলম, সুপার আলতাফ হোসেন, আক্তারুজ্জামান সুলতান, প্রভাষক মাসুম আলী শাহ, শিক্ষক নাজমুল বাহার, আবুল কালাম আজাদ, মাসুদ রানা, ্আব্দুল লতিফ, রফিক আমি, শ্রী তাপস, শ্রী প্রবির চন্দ্র ও শান্ত।
অনুষ্ঠানে কবি মাসুদ রানার স্বরচিত কবিতা কাব্যগ্রন্থ হংস মিথুনের মেলা নামক বইটির কবিতার উপর আলোচনা ও পর্যালোনা করা হয়। শেষে সংগিত পরিবেশন করেন থানা প্রেসক্লাবের সাঃ সম্পাদক শাহ আলম ও অভিনয় করেন শিক্ষক নাজমুল বাহার।