ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি►
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফিউল আলমের বদলীজনিত বিদায় সংবর্ধনা আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানশাহের সভাপতিত্বে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন,সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হক,প্রানী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার দে, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা জগদিশ চন্দ্র রায়, ১ নং বুলাকীপুর চেয়ারম্যান ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদ সদের আলী, ৪নং ইউপি চেয়ারম্যান ও ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান ভুট্টো, ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও ২নং পালশা ইউপি চেয়ারমান কবিরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঘোড়াঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম।
শেষে বিদায়ী নির্বাহী অফিসার রাফিউল আলমকে ক্রেষ্ট ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।