ঘোড়াঘাট প্রতিনিধি ►
দিনাজপুর জেলার ঘোড়াঘাট রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মোছাঃ জাকিয়া আকতার মৌসুমীকে সম্মাননা প্রদান করা হয়েছে। ২ মার্চ বিকেল ৩টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বর্তমান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ জাকিয়া আকতার মৌসুমির হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।
এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এখলাছ হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম মিয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নূর বখ্ত রিমন, অভিভাবক সদস্য বৃন্দ ও শিক্ষক মন্ডলী। পরে বিদ্যালয়ের ২০২০/২১/ ও ২২ সালের কৃতি ছাত্রীদের ক্রেষ্ট প্রদান, ক্রিড়া, সাংস্কৃতিকসহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।