Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৩:১৩

চতরা ও কাবিলপুর ইউনিয়নে টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য কার্ডধারীর মালামাল অন্যরা উত্তোলন করছে

চতরা ও কাবিলপুর ইউনিয়নে টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য কার্ডধারীর মালামাল অন্যরা উত্তোলন করছে

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ►

সরেজমীনে প্রকাশ, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ও ১৫ নং কাবিলপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য ডিলারের দোকান থেকে সূলভ মূল্যে বিতরণের সময় ১২/০৪/২০২৩ ইং সকাল ৯ টায় কাবিলপুর ইউনিয়নের লালদিঘীমেলা বাজারে নামীয় কার্ডধারী ভোক্তাদের অধিকাংশের পণ্য অন্যদের কে উওোলণ করতে দেখা গেছে।

চলতি এপ্রিল মাসের বরাদ্দ থেকে প্রতি ফ্যামিলি কার্ডের জন্য দেওয়া হচ্ছে জনপ্রতি এককেজি চিনি, দুইকেজি মশুর ডাল এবং দুইলিটার ফ্রেশ সোয়াবিন তৈল। এই পণ্য গুলো সরকারি ভাবে ও ধার্য্যকৃত মূল্যে বিতরণ করা হলে ও একজনের পণ্য অন্যজন কে তুলবার কারণ উৎঘাটন করতে গেলে শোনা যায় কার্ডধারীদের অধিকাংশ-ই পারিবারিক ও সাংসারিক নানামূখী কাজে বাইরে অবস্থান করায় অন্যরা তাদের মালামাল উঠাচ্ছেন। অনেকের-ই ক্ষেএে এমন হওয়া বিষ্ময়ের-!

কেননা; সরকার "নিম্নআয়ের মানুষের জন্য" ফ্যামিলি কার্ডের আওতায় সরাসরি যেখানে ভূর্তকি মূল্যে টিসিবি-র পণ্য সামগ্রী দিচ্ছেন সেখানে সুবিধাভোগী ভোক্তাদের অধিকাংশের অনুপস্থিতি প্রশ্নের অবতারণা ও মালামাল বিতরণ কে প্রশ্নবিদ্ধ করছে। তাছাড়া, কার্ডধারী ও নামীয় ভোক্তাদের অধিকাংশ অনুপস্হিত থাকলে ও অন্য কে পণ্য সরবরাহ করতে দ্বিধা করছেন না সংশ্লিষ্ট টিসিবি ডিলার শরীফ নেওয়াজ।

তিনি কেন একজনের পণ্য অন্যজনের হাতে দিচ্ছেন এ বিষয়ে উক্ত ডিলার কোন প্রতিক্রিয়া কিংবা মন্তব্য করেনি। প্রতি মাসে তিন থেকে চার দিন সমগ্র পীরগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট টিসিবি ডিলাররা তাদের দোকান থেকে নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য গুলো বিতরণ করে থাকেন #

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad