সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক এস এম আব্দুল হালিম আকন্দ কাজলের অবসর জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় চত্বরে কলেজ শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল। বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল হক নীলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, চন্ডিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রশিদ মিয়া, সহকারি প্রভাষক আশরাফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহাজান মিঞা, বিদায় শিক্ষক এসএম আব্দুল হালিম আকন্দ কাজল, বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান সরকার, দেওয়ান আব্দুল হামিদ প্রমুখ। পর বিদায় শিক্ষক কাজলকে সন্মাননা স্বারক, ক্রেস্ট, উপহার সামগ্রী প্রদান করেন অতিথি ও শিক্ষক-কর্মচাররীবৃন্দ।