গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, “জাতীয় পার্টি চাঁদাবাজি-টেন্ডারবাজি করেনা। তাই এসব থেকে মুক্তি পেতে জাতীয় পার্টির মনোনীত প্রাথীকে লাঙ্গল মার্র্কায় ভোট প্রদান করুন।”
আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধার গোবিন্দঞ্জ উপজেলা শহরের থানা মোড়ে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৪ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কাজী মশিউর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাতীয় ছাত্রসমাজের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল।
সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে প্রভাবমুক্ত রাখার জন্য সরকারের পতি আহ্বান জানান।
পরে তিনি হাত উচিয়ে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় পাটির মনোনীত প্রার্থী কাজী মশিউর রহমানকে পরিচয় করে দেন। সভায় উপজেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।