দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুর চিরিরবন্দরের বাই সাইকেল আরোহী মিরাজ উদ্দীন (১৬) নামে এক কিশোরের গলা কাটা লাশ উদ্বার করেছে পুলিশ। লাশের পাশ্বেই পড়ে থাকা কিশোরের ব্যবহৃত বাই সাইকেল উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামে রাস্তার পাশ থেকে এই কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করা হয়।
নিহত মিরাজ উদ্দীন চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর গরু হাটি এলাকার ভ্যান চালক আমিনুল হকের ছেলে। সে নশররত পল্লী উন্নয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
নিহত মিরাজের বাবা আমিনুল ইসলাম বলেন,রাত ৮ টার দিকে আমার ছেলে বাজার করতে রাণীরবন্দর বাজারে যায়। পরে রাত ১০টা পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুজি করি। পরে জানতে পারি আমার ছেলের গলাকাটা মরদেহ নাকি রাস্তার পড়ে আছে। পড়ে গিয়ে আমার ছেলে মিরাজের সাথে থাকা বাই-সাইকেলটিসহ রাস্তার ধারে তার গলাকাটা মরদেহ দেখতে পাই। এইটুকু ছেলের তো কোন শত্রু ছিলনা। কী কারনে আমার ছেলেকে হত্যা করা হল। আমি এর বিচার চাই।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল ওই যুবকের গলা কাটা লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ময়না তদন্ত করার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশ প্রেরন করা হয়েছে। রাতেই হত্যা মামলা দায়ের করা হয়েছে।