চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি ►
কুড়িগ্রামের চিলমারীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চিলমারী সরকারি কলেজ মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা মৎস্য অফিসার নুরুজ্জামান খান, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেন প্রমূখ। খেলায় ২৬টি ইভেন্টে ১৬টা স্কুল ও ৩টি মাদ্রাসা অংশগ্রহণ করেন।