নওগাঁ প্রতিনিধি ►
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন বাড় শিবপুর এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করে চোলাই মদ- ১১১০ লিঃ, প্লাস্টিকের ড্রাম-০৩ টি, প্লাস্টিকের জার-০৪ টি, প্লাস্টিকের বালতি-১২ টি, টিনের ড্রাম-০২ টি, আর্থি পাত্র-০৩ টি, আ্যালুমিনিয়াম পাত্র-০৭ টিসহ মাদক ব্যবসায়ী অঞ্জলী দাস (৩৫), স্বামী-শ্যামল দাস বাবু, সাং-বড় শিবপুর দেউলাপাড়া, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ, সুপল চন্দ্র বর্মণ(৪০), পিতা-প্রফুল্ল চন্দ্র বর্মণ,সাং-দোগাছী, থানা ও জেলা-জয়পুরহাটদ্বয়কে চোলাইমদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
একইদিন অপর একটি অভিযানে ধামইরহাট থানাধীন মুচিপাড়া এলাকা অভিযান পরিচালনা করে চোলাই মদ-১০২০ লিঃ, প্লাস্টিকের ড্রাম-০২ টি, প্লাস্টিকের জার-০৮ টি, প্লাস্টিকের বালতি-১০ টি, টিনের ড্রাম-০৩ টি, আর্থি পাত্র-০৪ টি, আ্যালুমিনিয়াম পাত্র-০৫ টিসহ মাদক ব্যবসায়ী শ্রী পরিমল চন্দ্র দাস(৪১), পিতা-শ্রী দিলীপ চন্দ্র দাস, দিপ্তী (৩০), স্বামী- শ্রী পরিমল চন্দ্র দাস,উভয় সাং-বড় শিবপুর দেউলাপাড়া, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁদ্বয়কে চোলাইমদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ মোস্তফা জামান, স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় চোলাই মদ অবৈধভাবে উৎপাদন করে নওগ্যঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে আটককৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক পৃথক মামলা দায়ের করে থানা পুলিশের কাছে আটককৃতদের হস্তান্তর করা হয়েছে।