সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামে সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলার সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার রাকিবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর আহমেদ লস্কর, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী খোকন রানা, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, রেজাউল ইসলাম সরকার রেজা, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, ইউপি সচিব খাইরুজ্জামান, আনিছুর রহমান প্রমুখ। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের নানাবিধ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার বন্ধ সার্ভেয়ার অতিদ্রুত চালু করে দেয়ার প্রতিশ্রæতি প্রদান করেন। বৈরি আবহাওয়া উপেক্ষা করে উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ সভায় উপস্থিত ছিলেন।