Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৭-২০২৩, সময়ঃ রাত ০৭:৩৭

জমে উঠেছে গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউপি’র উপ-নির্বাচনে প্রচার প্রচারণা

জমে উঠেছে গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউপি’র উপ-নির্বাচনে প্রচার প্রচারণা

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

জমে উঠেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে প্রচার প্রচারণা।  আগামী ১৭ জুলাই এই  ইউনিয়নে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের  মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় নির্বাচন কমিশন এই পদে ভোট গ্রহণের ঘোষণা দেয়। ইতোমধ্যে ভোট গ্রহণকে কেন্দ্রে করে জমে উঠেছে প্রচার প্রচারণা। বিশেষ করে উপজেলার তালুককানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সরকারি দলের মনোনিত প্রার্থী থাকায়  উপজেলা ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় দলীয় প্রার্থী পক্ষে ভোট প্রার্থনা করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। 

আজ বুধবার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের  চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান  দলীয় নেতৃবৃন্দদের সাথে নিযে তালুককানু পুর ইউনিয়নের সিংহডাঙ্গা চারমাথা সহ বিভিন্ন এলাকার ভোটার বাড়ী বাড়ী আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী মাসুদ আলম মন্ডলের পক্ষে প্রচারণা করেন। এ সময় তিনি ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, তালুককানুপুর ইউপি’র চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোস্তফা আশরাফুল আনারস, আনিছুজ্জামান বিদ্যুৎ মোটরসাইকেল ও  আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাসুদ আলমকে নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad