নিজস্ব প্রতিবেদক►
জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিলের দাবিতে গাইবান্ধায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের পাবলিক লাইব্রেরী চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হক জনি, বাংলাদেশে কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) জেলা সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, অভিভাবক রাউফা রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়া, সংগঠক দিনার আকতার প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিল কর, প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া যাবে না, নবম দশম শ্রেণিতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমানো যাবে না। তারা আরও বলেন ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি চিহ্নের মাধ্যমে মুল্যায়ন পদ্ধতি বাতিল, নম্বর ভিত্তিক মুল্যায়ন পদ্ধতি চালু, ধারাবাহিক মূল্যায়নের নামে শিক্ষকদের হাতে নম্বর রাখা যাবে না, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পরপর দুটি পাবলিক পরীক্ষা বাতিল, প্রতি ক্লাসে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ও সনদ প্রদানের সিদ্ধান্ত বাতিল কর। সেইসাথে এই বিকলাঙ্গ শিক্ষাক্রম বাতিলের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
উল্লেখ্য, জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিলের দাবিতে দেশব্যাপী ৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের অংশ হিসেবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এ আয়োজন করে।