শিক্ষা প্রতিবেদক ►
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। এই ছুটি চলবে ৫ জুলাই পর্যন্ত। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ এ তথ্য জানান।
রহিমা কানিজ বলেন, ঈদুল আজহা উপলক্ষে ২৬ জুন (সোমবার) থেকে আগামী ৫ জুলাই (বুধবার) পর্যন্ত মোট ১০ দিন বিশ্ব বিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া ২৭ জুন (মঙ্গলবার) থেকে ৪ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত মোট ৮ দিন সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
তবে ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে বলে জানান হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান তালুকদার। তিনি বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবার আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী বন্ধের সময় হলের ডাইনিং বন্ধ থাকে। তাই ছুটি চলাকালীন হলের ডাইনিং বন্ধ থাকবে।