নিজস্ব প্রতিবেদক►
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় সমাবেশ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা ফোরাম সদস্য সবুজ মিয়া, নারীমুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক হালিমা খাতিন, প্রচার প্রকাশনা সম্পাদক পারুল বেগম, গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আফরোজা বেগম লিলি, এডভোকেট সৈয়দ কামরুল হাসান লিখন।
বক্তারা বলেন, সারাদেশে নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যার ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। শাসকদল আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় এই সমস্ত অপরাধ সংঘটিত হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতারা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গনধর্ষণ করেছে। এর আগেও ছাত্রলীগের এক নেতা ১০০ জন নারীকে ধর্ষণ করে উৎসব করেছে। ক্ষমতাসীনরা বরাবরাই হয় নারী-শিশু নির্যাতন করছে, নাহয় নির্যাতনকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। ফলে ক্ষমতাসীনদের কাছে বিচার প্রর্থনা করে লাভ নেই, জনগনের ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে।
নেতৃবৃন্দ দেশের সকল নারীদের নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে লড়াই-সংগ্রামসহ আওয়ামী ফ্যাসিবাদী শাসন উচ্ছেদের সংগ্রামে নিজেদের সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।