নিজস্ব প্রতিবেদক ►
মানবতার পরশ লাগিয়ে দিনে দিনে এগিয়ে যাচ্ছে গাইবান্ধার সাংস্কৃতিক কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত মানবিক ও সামাজিক সংস্থা স্বপ্নসিঁড়ি। প্রায় ৪/৫ বছর থেকে এই সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে আসছে।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের ধারাবাহিকতায় গতকাল শনিবার স্বপ্নসিঁড়ি সংগঠনের কর্মকর্তাগণ জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে প্রতিবন্ধী শিশু বাবু মিয়াকে একটি হুইল চেয়ার বিতরণ করেন। বাবু মিয়া ঐ ইউনিয়নের আব্দুল মতিন ও নুর হাওয়ার পুত্র এবং জন্ম থেকে সে শারীরিক ও বাক প্রতিবন্ধী। চর অঞ্চলের কাঁদা মাটিতে বেড়ে ওঠা শিশুটি দীর্ঘদিন থেকে কষ্টে জীবন যাপন করে আসছে।
গাইবান্ধার মানবিক ও সামাজিক সংস্থা স্বপ্নসিঁড়ি শিশুটির খবর পেলে ফেসবুকে সহায়তা চেয়ে আবেদন করে। এতে সাড়া দেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি যিনি তার মরহুম বাবার জন্য দোয়া ও অসুস্থ মায়ের সুস্থতা কামনা করে প্রতিবন্ধী শিশু বাবুর জন্য একটি হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করতে এগিয়ে আসেন।
হুইল চেয়ার বিতরণের এই মহতী কাজে উপস্থিত ছিলেন সংস্থার আহবায়ক সংগীত শিল্পী চুনি ইসলাম এবং সদস্য সাংস্কৃতিকজন ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, নাট্যকার ও সংগীত শিল্পী খন্দকার শামীম আহমেদ, নৃত্য শিল্পী মেজবাউল হক মিঠু, সাংস্কৃতিক কর্মী হামিদা বানু রিক্তা ও এই ইউনিয়নের সাবেক মেম্বার শফিকুল ইসলাম।