শিক্ষা ডেস্ক►
জুনিয়র বৃত্তি পরীক্ষা (২০২৫) আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু। এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২০২৬ খ্রিষ্টাব্দের ৩১ জানুয়ারি। পরীক্ষা উপলক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন চলবে ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ৯ অক্টোবর বিজি প্রেসে পাণ্ডুলিপি জমা দিতে হবে। এরপর নিজ-নিজ বোর্ডের আওতাধীন জেলাগুলোতে কেন্দ্রওয়ারী প্রশ্নপত্রের প্যাকিং তালিকা ঢাকা বোর্ডে পাঠানোর শেষ সময় ১৫ অক্টোবর। একই দিনে ঢাকা বোর্ড সমন্বিত কেন্দ্র তালিকা প্রকাশ করবে। ১৬ অক্টোবরের মধ্যে প্রশ্নপত্র প্যাকিং তালিকা বিজি প্রেসে পাঠানো হবে।
উপজেলা ভিত্তিক পরীক্ষার্থীদের তালিকা ও কেন্দ্র তালিকা জেলা কমিটিকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে পাঠাতে হবে।
অনলাইনে ফরম পূরণ চলবে ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়ার শেষ তারিখ ১২ অক্টোবর। প্রশ্নপত্র বণ্টন ও যাচাইকরণের কাজ হবে ২৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। ১৬ থেকে ২৩ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র জেলা প্রশাসকদের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে।
পরীক্ষার্থীদের প্রবেশপত্র বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০২৬ খ্রিষ্টাব্দের ৩১ জানুয়ারি।
এর আগে ১৪ সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে।
সেখানে বলা হয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামোসহ নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ৪টি বিষয়ে ১০০ নম্বর করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিষয়ে বহুনির্বাচনি প্রশ্নের জন্য ১০ নম্বর, সংক্ষিপ্ত- উত্তর প্রশ্নের জন্য ১০ নম্বর ও সৃজনশীল প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ থাকবে। সব প্রশ্নের উত্তর দিতে হবে।
তথ্যসূত্র: দৈনিক শিক্ষা