নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জুম বাংলাদেশ স্কুল পরিদর্শন করলেন ঢাকা গণপূর্ত অধিদপ্তরের প্রজেক্ট সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জুম বাংলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী খালেদ হোসাইন দিপু ।
সকাল ১১ টায় গাইবান্ধা জুম বাংলাদেশ স্কুলে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে শিক্ষার্থীরা শুভেচ্ছা জানান। শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জুম বাংলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী খালেদ হোসাইন দিপু, গাইবান্ধা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জুম বাংলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ শাহীন প্রধান, প্রধান সমন্বয়ক রাজিব সরকার, এডুকেশন সমন্বয়ক মনিরুল , সমন্বয়ক মোঃ মেহেদী হাসান, এনটি স্মরন।
প্রধান উপদেষ্টা বলেন, শিশুদের ভালো মানুষ হবার স্বপ্ন দেখাতে হবে। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তিনি আরো বলেন, শিশুদের মানসম্মত শিক্ষা দিতে হবে। শিশুদের প্রতি যত্নশীল হতে হবে।