Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১৩

জোরপূর্বক কাবিননামায় স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে পলাশবাড়ীতে সংবাদ সম্মেলন

জোরপূর্বক কাবিননামায় স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে পলাশবাড়ীতে সংবাদ সম্মেলন

পলাশবাড়ী প্রতিনিধি ►

গাইবান্ধার পলাশবাড়ীতে জোরপূর্বক কাবিননামায় স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে আইনী সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী আলেক মিয়া। 

২৪ ফেব্রুয়ারি বিকেলে রিপোর্টাস ইউনিটি’র অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী আলেক মিয়া তার লিখিত বক্তেব্যে বলেন, গোবিন্দগঞ্জ থানাধীন অভিরামপুর গ্রামের শাজাহান মন্ডল সাজা’র কন্যা শাবানা বেগমের সাথে আমার বিবাহ হয়। বিবাহের পর আমাদের সংসার জীবনে বনিবনা না হওয়ায় আমি দেনমোহরের সমস্ত টাকা বুঝে দিয়ে আদালতের মাধ্যমে শাবানা বেগম-কে তালাক প্রদান করি। তালাকের পর থেকেই শাবানা বেগম ও তার লোকজন আমাকে অপরহরণ করে নিয়ে গিয়ে শাবানার সাথে জোরপূর্বক বিবাহ দেয়ার হুমকি দিত। এ কারণে আমি ২২ ডিসেম্বর-২২ তারিখে গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করি (জিডি নং- ১২১৯)। 

এমতাবস্থায় শাবানা ও মিজানুর রহমান গং ১৮ জানুয়ারী-২০২৩ সন্ধ্যা রাত্রি ৭টার দিকে কোমরপুর হতে আমাকে অপহরণ করে অটোভ্যান যোগে একটি শ্যালোমেশিনের ঘরে নিয়ে গিয়ে আমাকে মারপিট করে এবং খুন জখমের ভয়ভীতি দেখিয়ে অস্ত্রের মুখে ৪নং বরিশাল ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্ট্রার শাহ আলম কাজী মোটা অংকের টাকার বিনিময়ে কাবিননামায় জোরপূর্বক স্বাক্ষর নিয়ে আমাকে বেঁধে রাখে। আমার বর্তমান স্ত্রী রুমা আক্তার মোবাইল ফোনে সংবাদ পেলে ৯৯৯-এ ফোন করলে পলাশবাড়ী থানা পুলিশ আমাকে উদ্ধার করেন। উক্ত বিষয়ে আমি সিআর ৩২/২০২৩ নং মামলা দায়ের করি। যা আদালতে চলমান আছে। বর্তমানে শাবানা ও মিজানুর গং আমাকেসহ আমার পরিবারের সদস্যদের মিথ্যা মামলা সহ মারপিট করে খুন জখমের ভয়ভীতি দেখিয়ে আসছে। 

মামলা উঠাইয়া না নিলে আমাদেরকে বাড়ীতে উঠতে দিবেনা অথবা আমাকেসহ আমার স্ত্রী রুমা আক্তারকে অপহরণ করে খুন করে আমাদের লাশ শুম করবে মর্মে হুমকি-ধামকি দিচ্ছে। বর্তমানে প্রতিপক্ষরা আমাদেরকে বাড়ীতে যেতে দিচ্ছেনা। প্রতিপক্ষগণের কারণে আমি ও আমার স্ত্রী জানমালের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। তাই আমি সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রতিপক্ষগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গাইবান্ধা জেলা ও থানা পুলিশের আইনী সহায়তা কামনা করছি।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad