Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-৮-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৩৬

জোরপূর্বক শিক্ষক পদত্যাগ করানোর প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

জোরপূর্বক শিক্ষক পদত্যাগ করানোর প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক►

দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ (শনিবার, ৩১ আগস্ট) দুপুরে জেলা শহরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রচলিত আইনের লঙ্ঘন করে রাজনৈতিক ষড়যন্ত্রের নকশা একে শিক্ষকদের পদত্যাগের জন্য একটি চক্র সক্রিয় ভূমিকা পালন করছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষকদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, শিক্ষকদের লাঞ্ছনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তবে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক আবীর সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন সহসভাপতি রুবেল শেখ, সাধারণ সম্পাদক জুয়েল রানা ও সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad