নিজস্ব প্রতিবেদক►
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাধারণ পর্ষদে ইয়েস গ্রুপের প্রতিনিধি নির্বাচনে গাইবান্ধার মো. মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন। তিনি সচেতন নাগরিক কমিটির (সনাক) গাইবান্ধা ইয়েস গ্রুপের দলনেতা।
রবিবার (২৬ নভেম্বর) সারা দেশের ৪৫ টি সনাক থেকে ৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সনাক গাইবান্ধার ইয়েস দলনেতা মো. মেহেদী হাসান সর্বাধিক ভোট পেয়ে আগামী দুই বছরের জন্য টিআইবির সাধারণ পর্ষদে ইয়েস গ্রুপের প্রতিনিধি নির্বাচিত হন।
মেহেদী হাসান গাইবান্ধা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত। দলনেতা-ইয়েস গ্রুপ, গাইবান্ধা (ইতিপূর্বে ২ মেয়াদে দলনেতা হিসেবে দায়িত্ব পালন), প্রথমআলো বন্ধুসভার সাধারণ সম্পাদক, ইউনিসেফ কর্তৃক মীনা মিডিয়া অ্য্ওায়ার্ড প্রাপ্ত-২০১৮, বইঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা, সৃজনশীল গাইবান্ধা এবং জুম বাংলাদেশ গাইবান্ধা ও এনসিটিএফ গাইবান্ধা’র সাথে সম্পৃক্ত তিনি।