দিনাজপুর প্রতিনিধি►
দিনাজপুর হাকিমপুরের রেলস্টেশন সহকারী টিকিট বুকিং মাষ্টার নয়ন হোসেন ( ৩৭) নামে যুবক খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনা স্থলেই মারা গেছে ।
আজ রবিবার (২০ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে হাকিমপুর উপজেলা ডাঙ্গাপাড়া রেলস্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
সহকারী টিকিট বুকিং মাষ্টার নয়ন হোসেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা পার গোবিন্দপুর এলাকার তোরাব হোসেনের ছেলে। তিনি হিলি রেলস্টেশনের সহকারী টিকিট বুকিং হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করেন হিলি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার তপন কুমার।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে হাকিমপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, রবিবার সকালে বাড়ি থেকে হিলি রেলস্টেশনে দায়িত্ব পালন করতে যাচ্ছিল নয়ন হোসেন । কর্মরতস্থানে না গিয়ে ডাঙ্গাপাড়া রেলস্টেশনের ওপর দিয়ে আনমনা অবস্থায় হাঁটতে থাকে। এ সময় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই সে মারা যায়। পরে পুলিশ নয়নের মরদেহ উদ্ধার করে।