Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৭ ঘন্টা আগে

ডাকসুর ভোট গণনা চলছে, দেখা যাচ্ছে এলইডি স্ক্রিনে

ডাকসুর ভোট গণনা চলছে, দেখা যাচ্ছে এলইডি স্ক্রিনে

মাধুকর ডেস্ক►

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। প্রতিটি কেন্দ্রের সামনে এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনা দেখানো হচ্ছে৷ 

ভোট গণনার সময় প্রার্থীর পোলিং এজেন্ট, পর্যবেক্ষক এবং প্রতিটি গণমাধ্যমের একজন করে প্রতিনিধি ভেতরে থাকতে দেয়া হয়েছে।

রাত ১২টার মধ্যেই ভোট গণনা ও প্রকাশের পুরো প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা।

আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) ৩৮তম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৩৯ হাজার ৮৭৪ জন শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad