মাধুকর ডেস্ক►
চলমান কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বকারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হাতে কেনো আটক রাখা হয়েছে— এ বিষয়ে করা রিটের শুনানি শেষ।
আগামীকাল (মঙ্গলবার, ২৯ জুলাই) আদেশ দেবেন হাইকোর্ট। আজ (সোমবার, ২৯ জুলাই) রিটের শুনানির পর এ আদেশ দেন আদালত।
আজ (সোমবার, ২৯ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদুর রহমান দোলনের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়েছে।
শুনানিতে উচ্চ আদালত ডিবি অফিসের খাবার খাওয়ানো নিয়ে উষ্মা প্রকাশ করেন। বিচারপতি মন্তব্য করেন, ‘খাবারের ছবি ছেড়ে দেয়া জাতির সঙ্গে তামাশা করা।’
এ সময় শুনানিতে হাইকোর্ট আরও মন্তব্য করেন, কোনো ব্যক্তিকে আটকের পর ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে।
সব পক্ষের শুনানি শেষে আগামীকাল মঙ্গলবার আদেশের জন্য রেখেছেন। শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করারও নির্দেশনা চাওয়া হয়েছে।
গত দু’দিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম নাহিদ, সারজিস আলমসহ ৬ সমন্বয়ক ডিবির হাতে আটক আছে।