Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০৭

ডেইরি আইকন পদক পাওয়ায় নওগাঁর তিন প্রতিষ্ঠানকে সম্মাননা

ডেইরি আইকন পদক পাওয়ায় নওগাঁর তিন প্রতিষ্ঠানকে সম্মাননা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ডেইরি আইকন ২০২২ পদক পাওয়া তিন প্রতিষ্ঠানকে জেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে সম্মাননা ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। আজ সোমবার জেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন তার কার্যালয়ে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। 

অনুষ্ঠানে এলডিডিপি প্রকল্পের আওতায় ডেইরী সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুগ্ধ খামার ক্যাটাগরিতে রাণীনগর উপজেলার আমিন হাসান এগ্রো লি:, দুধ/মাংস প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে সদর উপজেলার এ.এম.মিল্ক পার্লার ও পশুখাদ্য উৎপাদন ক্যাটাগরিতে রূপম পোল্ট্রি এন্ড ফিস ফিড মিল ডেইরী আইকন ২০২২ পদকে অর্জন করেছে। 

এই পদক অর্জন করায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মহির উদ্দিনের নিজ উদ্যোগে ডেইরি আইকন পদক পাওয়া খামারী আমিন হাসান এগ্রো লি: এর মালিক মো. আব্দুল মান্নান ও উদ্যোক্তা হিসেবে এ.এম.মিল্ক পার্লারের মালিক আম্বিয়া আক্তারের হাতে এই সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান তুলে দেন।

এছাড়া জাতীয় শুদ্ধাচার কৌশল রূপায়ন সুখী সমৃদ্ধ সোনার বাংলা এবং অভিলক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা বাস্তবায়ন পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতাসহ শুদ্ধাচার সংক্রান্ত সকল সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জেলার মহাদেবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জাহাঙ্গীর আলম ও সাপাহার প্রাণিসম্পদ দপ্তরের ড্রেসার আবুল কাশেমকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

এসময় জেলা ও জেলার বিভিন্ন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রধান, বাংলাদেশ ডেইরি এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি একিউএম ওয়াজেদুল ইসলাম খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad