সাঘাটা প্রতিনিধি►
জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সাঘাটা উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (২২ জুলাই) উপজেলা পরিষদ অডিটরিয়ামে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এসএম সামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনের সঞ্চলনায় বক্তব্য দেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হায়দার আলী, মাহবুর রহমান লিটল, নাজমুল হুদা দুদু, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম প্রমুখ।
বক্তারা প্রয়াত ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়ার কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরেন। শোক সভা শেষে প্রয়াত ফজলে রাব্বীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।