Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-১২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৪

তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ

তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন। ‘ফ্যাসিবাদবিরোধী বামমোর্চা’র কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৩ ডিসেম্বর) এ কর্মসূচি পালন করে দলটি।

এ উপলক্ষে সকালে শহরের ১নং রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ২নং ট্রাফিক মোড়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। সিন্ডিকেট ব্যবসায়ীরা নিত্যপণ্যের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি করছে। ঘুষ-দুর্নীতি-লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। সরকার তাদের ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘায়িত করার জন্য একতরফা প্রহসনের নির্বাচন করছে। নেতৃবৃন্দ প্রহসনের নির্বাচন বর্জনসহ প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের আহবায়ক অ্যাডভোকেট নওশাদুজ্জামান নওশাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির কেন্দ্রিয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, সংগঠক জাহিদুল হক ও সবুজ মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad