নিজস্ব প্রতিবেদক►
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণা শেষে শহরে আনন্দ মিছিল বের করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিকে নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।