Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-২-২০২৪, সময়ঃ সকাল ১১:২৭

তীর গাইবান্ধা সরকারি কলেজ কর্তৃক একটি প্যাঁচা উদ্ধার

তীর গাইবান্ধা সরকারি কলেজ কর্তৃক একটি প্যাঁচা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ►

চিলের তাড়া খেয়ে একটি প্যাঁচা গাইবান্ধা সরকারি কলেজের পূর্ব পাশের পুকুরে পরে যায়। তাকে উদ্ধার করতে এগিয়ে আসে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্ট রিসার্চ তীর। গত রবিবার দুপুরে তীর-এর গাইবান্ধা সরকারি কলেজ শাখার দপ্তর সম্পাদক মো: হাবিবুল বাসার হিমন ঘটনাটি স্বচক্ষে দেখে সভাপতি মো: জাহিদ রায়হানকে অবগত করেন। 

পরে খবর পেয়ে তীর-এর কর্মীরা দ্রুত ঘটনা স্থলে থেকে প্যাঁচাটিকে উদ্ধার করে এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্য ও তীর এর সম্মানিত উপদেষ্টা প্রফেসর মোঃ খলিলুর রহমান। এ বিষয়ে তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি জিসান মাহমুদ বলেন, প্যাঁচাটির নাম লক্ষ্মীপ্যাঁচা বা লক্ষ্মীপেঁচা। নিশাচর পাখি পেঁচা প্রকৃতির বন্ধু। আমাদের দেশে ধান ক্ষেত্রের ইঁদুর খেয়ে পেঁচা আমাদের অনেক বড় উপকার করে। মাঝারি থেকে বৃহৎ আকৃতির হয়ে থাকে এ পাখিটি। শরীরের তুলনায় মুখমণ্ডল অনেকাংশেই বড় হয়ে থাকে। 

উদ্ধারকার্য চলাকালীন মোঃ হাবিবুল বাসার হিমন পুকুরে নেমে প্যাঁচাটিকে উদ্ধার করেন। এই বিষয়ে তীর এর সভাপতি বলেন প্যাঁচাটি সুস্থ আছে তবে দিনের আলো থাকার কারণে আমরা প্যাঁচাটিকে তীর-এর হেফাজতেই রেখেছি। সবকিছু ঠিক থাকলে আজকে রাতেই প্যাঁচাটিকে আবার প্রকৃতিতে অবমুক্ত করা হবে ইনশাআল্লাহ। উদ্ধারকার্য চলাকালীন ঘটনাস্থলে উপস্থিতি ছিলেন তীর গা.স. ক. শাখার সভাপতি মো: জাহিদ রায়হান, সাবেক-সভাপতি জিসান মাহমুদ, দপ্তর সম্পাদক মো: হাবিবুল বাসার হিমনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad