আন্তর্জাতিক ডেস্ক ►
তুরস্কে ভূমিকম্পে ভবনধসের ঘটনায় ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শনিবার দেশটির আইনমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা।
মন্ত্রী বেকির বোজদাগ বলেছেন, ৬১২ সন্দেহভাজনের মধ্যে ১৮৪ জনকে আটক করা হয়েছে। বিচারের অপোয় তাদের কারাগারে পাঠানো হয়েছে। দণি-পূর্ব তুরস্কের দিয়ারবাকিরের একটি সমন্বয় কেন্দ্র থেকে টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘কারাগারে থাকা ব্যক্তিদের মধ্যে নির্মাণ ঠিকাদার, ভবন মালিক বা ব্যবস্থাপক অন্তর্ভুক্ত রয়েছেন। ‘তদন্তের ভিত্তিতে ভবনগুলোর তথ্য সংগ্রহ চলমান রয়েছে’-মন্ত্রী যোগ করেন।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ এবং ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে শুধু তুরস্কে ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। প্রতিবেশী দেশ সিরিয়ায় নিহত হয়েছে সাড়ে ৫ হাজার। ভূমিকম্পে এত ধ্বংস ও হতাহতের ঘটনায় তুরস্কের ভবন নির্মাণের গঠনগত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় গণমাধ্যম শনিবার জানিয়েছে, ধসে পড়া ভবনগুলোর তদন্তের অংশ হিসেবে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি একটি শহরের মেয়রকে আটক করা হয়েছে। আটক ওই মেয়রের নাম ওকেস কাভাক। তিনি যিনি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি জেলার প্রধান। একইসঙ্গে ওকেস কাভাক এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সদস্য।