Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৭-২০২৩, সময়ঃ দুপুর ০২:৫২

দরিদ্র অসহায় ২৫ ব্যক্তিকে অটোভ্যান দিলেন হুইপ গিনি

দরিদ্র অসহায় ২৫ ব্যক্তিকে অটোভ্যান দিলেন হুইপ গিনি

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা সদর উপজেলার ২৫ জন অসহায়-দরিদ্র ব্যক্তির মাঝে বিনামূল্যে অটোভ্যান প্রদান করা হয়েছে। বুধবার(২৬ জুলাই) বেলা সাড়ে এগারটার দিকে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি উপকারভোগীদের মাঝে এসব অটোভ্যান বিতরন করেন।

অটোভ্যান বিতরন শেষে হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, বেকারমু্ক্ত গাইবান্ধা সদর উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে মুজিব বর্ষের উপহার প্রদানের ধারাবাহিকতায় আজ ২৫ ব্যক্তিকে অটোভ্যান দেওয়া হলো। এ নিয়ে কয়েক দফায় মোট ১১১ দরিদ্র ব্যক্তির মাঝে অটোভ্যান দেওয়া হলো। পরবর্তীতে আরও সুবিধাভোগীদের মাঝে অটোভ্যান বিতরন করা হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সাল থেকে এই সাড়ে ১৪ বছরে বেকার জনগোষ্ঠীদের বিভিন কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি বেকারত্বমুক্ত  বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

অটোভ্যান বিতরনকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা,  সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি তাহমিদুর রহমান সিজু, আসিফ সরকারসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গনংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad