Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৫-২০২৩, সময়ঃ সকাল ০৯:৫০

 দাখিল পরীক্ষায় ‘প্রক্সি’দিতে গিয়ে যুবকের জেল-জরিমানা

 দাখিল পরীক্ষায় ‘প্রক্সি’দিতে গিয়ে যুবকের জেল-জরিমানা

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার সুন্দরগঞ্জে দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক মশিউর রহমান (১৯) নামের এক যুবককে এক বছরের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই পরীক্ষার্থীকে পাঁচ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়।

রোববার (৭ মে) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (চ. দা.) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, পরীক্ষা চলাকালে ১২ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালি দারুল উলুম সিনিয়র মাদরাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আদালত সূত্র জানায়, উপজেলার বোয়ালি দারুল উলুম সিনিয়র মাদরাসা কেন্দ্রে সাধারণ গণিত বিষয়ে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মশিউর রহমান নামের ওই যুবক উত্তর শ্রীপুর আব্দুস সাত্তার দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী সৈকত মিয়ার পরিবর্তে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় অন্যজনের পরিবর্তে প্রক্সি দেওয়ার বিষয়টি জানতে পেরে কেন্দ্র সচিব তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। একইসঙ্গে ভুয়া পরীক্ষার্থী মশিউর রহমানকে আটক করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রক্সি পরীক্ষা দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় ভুয়া পরীক্ষার্থী মশিউর রহমানকে পাঁচ হাজার টাকা অর্থদ- ও এক বছরের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad