Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-২-২০২৪, সময়ঃ সকাল ১১:৫২

দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত

দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক►

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর অঞ্চলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকু। 

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর লাল পতাকার মিছিল বন্দর প্রদক্ষিণ করে। পরে অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, গাইবান্ধা সদর উপজেলা সিপিবির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সদস্য ময়নুল কবীর মন্ডল প্রমুখ। সঞ্চালনা করেন অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন। এছাড়া জেলা ও উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমাবেশ শেষে পার্টির আঞ্চলিক কার্যালয়ে কাউন্সিল অধিবেশনে জাহাঙ্গীর আলম মাস্টারকে সভাপতি ও এমদাদুল হক মিলনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট অঞ্চল কমিটি নির্বাচন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad