নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার সাত উপজেলায় কয়েকদিন থেকে থেমে থেমে মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টি অব্যাহত থাকার ফলে চরম বিপাকে পড়েছে এ জেলার খেটে খাওয়া ও সাধারণ মানুষেরা। শুধু তাই নয়, এই বৃষ্টির কারণে চরাঞ্চলসহ নিন্মাঞ্চলের অনেক আমনের জমি তলিয়ে গেছে।
বিশেষ করে গতকাল রোববার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা শহরে দোকানপাটগুলো খোলা থাকলেও কোন ক্রেতা না থাকায় দোকানদারদের হাত গুটিয়ে বসে থাকতে দেখা গেছে। বৃষ্টির কারণে শহরের কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এদিকে ভারী বর্ষণের ফলে শহর, হাটবাজার ও রাস্তাঘাট অনেকটা ফাঁকা দেখা যায়। এমনকি অনেকে ঘর থেকে বাইরে যেতে পারেনি। ফলে দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। কয়েকদিনের বৃষ্টির ফলে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীতে অনেকটা পানি বৃদ্ধি পেয়েছে।