দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরে উদ্বেগ জনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ছেন দিনাজপুরবাসী। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। এদের মধ্যে বর্তমানে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা গ্রহণ করছেন।
ঈদুল আযহার ছুটিতে গ্রামের বাড়িতে এসেই তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগী যারা চিকিৎসা গ্রহণ করছেন প্রত্যেকেই ঢাকা ফেরত। এ পর্যন্ত ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে ১৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন। গতকাল বুধবারে ডেঙ্গু আক্রান্ত পাঁচজনও রোগী ভর্তি হয়েছিলেন এদের মধ্যে তিনজন পুরুষ দুজন নারী।
ডেঙ্গু রোগী আক্রান্ত হওয়া এক রোগীর স্বজন আনিসুর রহমান বলেন, গত বুধবার তার স্ত্রীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করিয়েছেন। গত এক তারিখে তারা দিনাজপুরে বেড়াতে আসার পরেই তার স্ত্রীর জ্বর অনুভব করেন।পরে পরীক্ষা করার পর জানা যায় সেই ডেঙ্গুর রোগে আক্রান্ত এরপরই তাকে দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে সে অনেকটাই সুস্থ রয়েছে।
ডেঙ্গু আক্রান্ত রোগী আব্দুল মোমিন বলেন, ঢাকা থেকে বাড়িতে ঈদের ছুটিতে আসার পর হঠাৎ করেই জ্বর জ্বর অনুভব হয়। দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজের টেস্ট করার পর জানা যায় সে ডেঙ্গু রোগে আক্রান্ত। বর্তমানে শরীরে ব্যথা কম, মাথা ভারী হয়ে উঠছে তবে এখানে চিকিৎসা নেওয়ার পর একটু সুস্থ মনে হচ্ছে। তবে চিকিৎসক বলেছে আরো কয়েকদিন চিকিৎসা নিতে হবে।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাক্তার এটিএম নুরুজ্জামান বলেন, আমাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আলাদাভাবে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। এখানে এখন পর্যন্ত তিনজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদেরকে আলাদা বেডে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এপর্যন্ত ১৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত ভর্তি হলেও বর্তমানে তিনজন চিকিৎসা গ্রহণ করছে। সার্বক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের আপডেট রিপোর্ট প্রদান করা হচ্ছে।