সুলতান মাহমুদ, দিনাজপুর►
দিনাজপুরে কনকনে ঠান্ডায় ভোগান্তিতে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষেরা। ভোরের দিকে ঘন কুয়াশায় চারদিক ঢেকে যাচ্ছে। বৃষ্টির মতো শিশির পড়ছে। ছোট বড় যানবাহনগুলো হেডলাইট চালিয়ে চলাচল করছে। পথচারী ও নিম্নায়ের মানুষেরা ভোরের দিকে দুর্ভোগে পড়েছে ।
আজ (বুধবার, ১১ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৩ ডিগ্রী সেলসিয়াস।
প্রয়োজনীয় কাজ ছাড়া তেমন কেউ ঘর থেকে বের হচ্ছে না। অটো চালকেরা রাস্তায় বের হলেও যাত্রী পাচ্ছে না। অনেকেই চায়ের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে। বয়স্ক ও শিশুরা ঠান্ডায় বেশি ভোগান্তিতে ভর্তি হচ্ছে।
অটো চালক মাসুদ আলম বলেন সকল ছয়টার সময় অটোরিকশা নিয়ে বের হয়েছিলাম। কুয়াশার চারদিক ঢাকা ছিল কিছুই দেখা যাচ্ছে না। হেডলাইটও কাজ করছিল না। রাস্তায় যাত্রী ও নেই। তেমন পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্ট হচ্ছে।
হোটেল ব্যবসায়ী মাহবুব বলেন, সকাল সাতটার সময় দোকান খুলেছি। এখন পর্যন্ত কোন ক্রেতাকে পাইনি। ঠান্ডার কারণে কেউ ঘর থেকে বের হচ্ছে না। কুয়াশা পড়ছে বৃষ্টির মত রাস্তাঘাট ভিজে যাচ্ছে।