দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুর স্টেডিয়াম গ্যালারীর পাশে ময়লার স্তুপ থেকে শাহারীন বিপুল (১৯) নামে এক কলেজ ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দেয় ।
নিহত শাহরীন বিপুল দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়নের বটেরহাট গোবিন্দপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। দিনাজপুর সরকারী সিটি কলেজের একাদশ বর্ষের ছাত্র।
নিহত ছাত্রের পরিবার জানায় গেল শনিবার সকালে বটতলীর গ্রামের বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয় শাহরীন বিপুল। গত রবিবার কলেজ ছাত্র বিপুল নিখোঁজ এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়।
কোতোয়ালি থানার ইন্সপেক্টও (তদন্ত) গোলাম মাওলা শাহ বলেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে জ্জ দিন আগে হয়তো মারা গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত করার পর হয়তো প্রকৃত বিষয় জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।