Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৭-২০২৩, সময়ঃ রাত ০৭:১৩

দিনাজপুরে চোরাই ট্রাক সহ দুই চোরাই ট্রাক কারবারি গ্রেফতার, অবৈধ যন্ত্রাংশ থাকায় গোডাউন সিলগালা

দিনাজপুরে চোরাই ট্রাক সহ দুই চোরাই ট্রাক কারবারি গ্রেফতার, অবৈধ যন্ত্রাংশ থাকায় গোডাউন সিলগালা

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুরে চোরাই ট্রাকসহ দুই ট্রাক চোরাই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  চোরাই কারবারীদের অবৈধ গোডাউনে ১ কোটি টাকার বিভিন্ন মেশিনারী যন্ত্রাংশ থাকায় গোডাউর সিলগালা করেছে সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি)। আজ রবিবার দুপুরে দিনাজপুর শহরের রেল ঘুমটি পানামা হোটেলের সামনে থেকে চোরাইট্রাক ও ট্রাকের যন্ত্রাংশসহ দুই কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

চোরাই ট্রাক কারবারি কাজী বিয়ারিং স্টেশনের স্বত্বাধিকারী সারোয়ার কাজী দীর্ঘদিন ধরে চোরাই ট্রাক, চোরাই মাইক্রোবাস, চোরাই মোটরসাইকেল, স্বল্প দামে ক্রয় করে ভাংরি হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

আটক চোরাই ট্রাক কারবারী হল জাবেদ কাজী (৩২) দিনাজপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মুন্সিপাড়া স্টেশন রোডস্থ সারোয়ার কাজির ছেলে।

আটক অপরজন হল আফজাল হোসেন লিটন (৩৪) সে দিনাজপুর পৌর এলাকার সুইহারি গোলাপবাগ ডাল বেচা লিচুবাগান এলাকার একাব্বর হোসেনের ছেলে ও বাস টার্মিনাল শিপন ভলকানাইজিং দোকানের স্বত্বাধিকারী।

গত শনিবার (৮ জুলাই) দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েযার আব্দুল মতিন নামক এক ব্যক্তির মধ্যস্থতায় গাজীপুর থেকে গোলাম রব্বানী নামে এক ব্যক্তি  তিন লক্ষ ৪০ হাজার টাকায় ট্রাকটি ক্রয় করে নেয় বলে জাবেদ কাজী দাবি করেন।

এই স্বল্পদামের ট্র্যাকটি ক্রয় করে এর যন্ত্রাংশ দ্রুত সময়ের মধ্যে খুলে ছিন্ন ভিন্ন করে নিজেদের গ্যারেজের ভিতরে ঢুকিয়ে রাখে জাবেদ কাজী। বিষয়টি স্থানীয়দের চোখে সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এই দুই ব্যক্তিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি তারা তাল বাহানা করতে থাকলে পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। ফলে এক পর্যায়ে দুই চোরাই ট্রাক কারবার কারীকে গ্রেফতার দেখানো হয়। প্রথমে মুন্সিপাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে প্রাথমিক শেষে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশের উপ পরিদর্শক ইন্দ্রজিৎ কুমার রায় বলেন, স্বল্প দামে কোন কাগজপত্র ছাড়াই একটি চলমান ট্রাক খুলে লন্ডভন্ড করার কারণেই সন্দেহটা আরো বেড়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাইতে বললে তারা কোন কাগজপত্র দেখাতে না পারায় এটি একটি চোরাই ট্রাক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাই এই ট্রাক কারবারি দেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে গ্রেফতার দেখানো হয়েছে এবং এদেরকে চোরাই ট্রাক এর কারবারি হিসেবে চিহ্নিত করে আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

এ সময় ট্রাকের বিভিন্ন অংশ জব্দ করা হয়েছে এবং ট্রাকের নাম্বার এখন পর্যন্ত উদ্ধার করতে পারি নাই। তবে পুলিশ এই চোরাই কারবারিদের কয়েকটি গোডাউন ঘরের সন্ধান পেয়েছে দ্রুত সময়ের মধ্যে সেই গুদাম ঘরে অভিযান চালিয়ে বিভিন্ন ট্রাক মাইক্রোবাস মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ ও জব্দ করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শাহ চোরাই ট্রাক, ট্রাক্টর, শ্যালো মেশিন, বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ সহ মোটরসাইকেলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এবং এই চোরাই কারবারই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad