সুলতান মাহমুদ, দিনাজপুুর ►
দিনাজপুরে বেহেস্তে জ্বীনের মসজিদ বানিয়ে দিবেন ও জ্বীনের সন্তানদেরকে খাওয়া দাওয়া করাবেন এমন কথা বলে তিন কোটি টাকা হাতিয়ে দেওয়ার অভিযোগে জ্বীনের বেগমসহ ৪ প্রতারককে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
আজ রবিবার (৫ই মার্চ) দুপুর ১২ টার দিকে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জ্বীনের বেগম পরিচয় দানকারী মিসেস লাইজু ও তার সহযোগী এক নারী ও দুই পুরুষ প্রতারকসহ মোট ৪ জনকে গ্রেফতারের সংবাদ নিশ্চিত করেছেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
গ্রেফতারকৃত জ্বীনের বেগম পরিচয়দানকারী প্রতারক দিনাজপুর পৌর সভার পাটুয়াপাড়ার মো: বাবু স্ত্রী মিসেস লাইজু (৪০), জ্বীনের বেগমের সহযোগী ইটালী প্রবাসি মো: রাসেল মিয়ার স্ত্রী ও দিনাজপুর মার্কেন্টাইল ব্যাংক অফিসার এবং আলতাফ হোসেনের মেয়ে আখি সূর্বনা (৩০) , এই এলাকার খেজুর উদ্দীনের ছেলে আলতাফ হোসেন (৫২) ও আলতাফ হেসেনের ছেলে আল ইমরান আনন্দ (২৭)। এরা সকলেই একই পরিবারের সদস্য।
পুলিশ সুপার জানান, এক আমেরিকান প্রবাসির সাথে ধারাবাহিক ভাবে প্রতারনার একটি অভিযোগ থানায় আনলে পুলিশ দ্রুত আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ পুলিশ (প্রশাসন) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাসুদ বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিন্নাহ আল মামুন নেতৃত্বে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা শাহ ও এসআই ইন্দ্র মোহন রায়সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কথিত জ্বীনের বেগম মিসেস লাইজু ও তার আরোও ৩ সহযোগী প্রতারককে গ্রেফতার করা হয়।
তিনি আরোও জানান, গত ৪ মার্চ দিনগত রাতে অভিযান চালিয়ে জ্বীনের বেগমসহ এই প্রতারক চক্রের সকল সদস্যদেরকে দিনাজপুর পৌর শহরের পাটুয়াপাড়া জাগরনী ক্লাব সমাজসেবা অফিস সংলগ্ন নিজস্ব তিন তলা বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি জানায় , প্রায় ১০ বছর ধরে এই জ্বীনের বেগম পরিচয় দিয়ে প্রবাসী সহজ সরল নারীদেরকে টার্গেট করে এই প্রতারনার কাজ করে আসছে। আমরিকান প্রবাসী রোকেয়া রহমানকে জ্বীনের বেগম পরিচয় দিয়ে বেহেস্তে মসজিদ বানিয়ে দিবেন ও জ্বীনের সন্তানদেরকে খাওয়া দাওয়া করাবেন এই মর্মে বিকাশ, নগদ, ব্যাংক একাউন্ট নম্বরে ৩ কোটি টাকা দিয়েছেন। এই টাকা পয়সা দিতে না চাইলে জ্বীনেরা রোকেয়া রহমানের পুত্র ও পুত্র সন্তান দেরকে একে একে মেরে ফেলবে এমন হুমকি প্রদান করে আসছে। এই প্রতারকদেরকে আরোও অধিক জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের নিকট রিমান্ড আবেদন করা হবে বলে পুলিশ সুপার জানান।
এ সময় প্রতারকদের নিকট থেকে একটি জিক্সার এসএফ ১৫০ সিসি মোটর সাইকেল, চারটি এন্ড্রোয়েট মোবাইল ফোন, দুটিটি মার্কেন্টাইল ব্যাংকের ভিসা ডেভিট কার্ড, আখি সূর্বনা নামীয় ১টি মার্কেন্টাইল ব্যাংকের চেক বহি যাহাতে সহি বিহীন ১০ টি পাতা আছে জব্দ করা হয়।