দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ‘নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার ১৪ জুন জেলা কার্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম বলেন, সমাজের পুর্ণাঙ্গ ও সফল উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য। নারী সমাজকে পেছনে ফেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আর এ কারণে নারীর ক্ষমতায়ন প্রয়োজন। নারীর ক্ষমতায়ন, সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ কাজ করে যাচ্ছে।
প্রশিক্ষণ কর্মশালাটি দুটি অধিবেশনে ভাগ করা হয়। প্রশিক্ষণের প্রথম কর্মঅধিবেশনে ‘সেক্স ও জেন্ডার বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ। দ্বিতীয় কর্মঅধিবেশনে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র বিষয়ে প্রশিক্ষণ দেন জেলা কমিটির সদস্য রোকসানা বিলকিস।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহাবুবা খাতুন এর সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী, সদস্য রেহেনা বেগম, সুকলা কুন্ডু, তরণী সদস্য কৃষ্ণ প্রিয়া মুরমু, রিতু, প্রিয়তী, ফারহানা, শতাব্দী কুন্ডু প্রমুখ।