Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-২-২০২৪, সময়ঃ সকাল ১১:২৯

দিনাজপুরে পুকুর খননে মিলল কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

দিনাজপুরে পুকুর খননে মিলল কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরলে পুকুর খনন করে প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের কুচিলাপুকুর গ্রামের একটি পুকুর থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।

আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে একই ইউনিয়নের জামতলী বাজারের পার্শ্বে পুকুর খনন করার সময় ওই কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি পাওয়া যায়। 

পরে মূর্তিটি উদ্ধার করে আসাদুলের বাড়িতে রাখা হয়। খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কষ্টিপাথরের ওই মূর্তির দাম আনুমানিক কোটি টাকার কাছাকাছি বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad