দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরের পূণর্ভবা নদীর পানিতে ডুবে যাওয়ার বৃদ্ধ ওমর আলী (৬০) লাশ চার দিন পর উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে পূণর্ভবা নদীতে পাঁচ দিনের দিন ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে ওমর আলীর মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী হাসান আলী জানান পূনর্ভবা নদীর ধারে বেড়াতে এসে দেখতে পায় ওমর আলীর লাশ পানিতে ভেসে উঠলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ পূনর্ভবা নদীর তীরে এসে ওমর আলীর মরদেহটি উদ্ধার করে।
চার দিন পণর্ভবা নদীর পারে ভেসে উঠা নিখোঁজ ওমর আলীর লাশ উদ্ধারের সংবাদ নিশ্চিত করেছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হাসান।
গত শুক্রবার দুপুর নদীতে গোসল করার এক পর্যায়ে পানিতে তলীয় যায়। পরে ফায়ায় সাভিসের কর্মীরা কয়েকঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে ওমর আলীর লাশ উদ্ধার করতে পারিনে। পরে উদ্ধার অভিযান সমাপ্তি করেন।