Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-১২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৪

দিনাজপুরে বিকাশের ডিজিটাল পেমেন্ট মেলা শুরু

দিনাজপুরে বিকাশের ডিজিটাল পেমেন্ট মেলা শুরু

দিনাজপুর প্রতিনিধি

দেশজুড়ে সহজ, নিরাপদ, ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্টকে আরো উৎসাহিত করার অংশ হিসেবে দিনাজপুর শহরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ‘পেমেন্ট মেলা’। দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ এই মেলার আয়োজক।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টার-এ মেলার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পার্থ প্রতিম ভট্টাচার্য্য, বগুড়া সার্কেল হেড, মার্চেন্ট বিজনেস, বিকাশ লিমিটেড সহ অন্যান্য কর্মকর্তারা। বৃহস্পতিবার মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। আর শুক্র ও শনিবার মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মেলায় অংশ নিয়েছে বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ড, পোষাক, জুতা, খেলনা, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, খাদ্য সামগ্রী, ইলেকট্রনিকস সহ স্থানীয় উদ্যোক্তারা। এই মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে । 

এই মেলায় আগত গ্রাহকরা কেনাকাটার উপর মার্চেন্টভেদে পাবেন বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার। উল্লেখ্য, এই মেলায় গ্রাহকরা শুধুমাত্র বিকাশ পেমেন্টে কেনাকাটা করতে পারবেন। এজন্য মেলার প্রতিটি স্টলে থাকবে কিউআর কোড, যা স্ক্যান করে ক্রেতারা পণ্য ও সেবার দাম পরিশোধ করতে পারবেন।

গ্রাহকরা তাদের বিকাশ অ্যাপ অথবা অ্যাকাউন্ট দেখিয়েই মেলায় প্রবেশ করতে পারছেন। আর যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই তারা মেলা প্রাঙ্গনেই বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।

তিনদিন ব্যাপী বর্ণিল এই মেলায় প্রতিদিন আরো থাকছে স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, র‌্যাফেল ড্র সহ নানা আয়োজন। এছাড়াও মেলা প্রাঙ্গনে ফ্রি ওয়াইফাই সুবিধা পাবেন দর্শনার্থীরা। পাশাপাশি গেম শো-তে অংশ নিয়ে আকর্ষণীয় সব উপহার জেতার সুযোগ পাবেন মেলায় আগতরা। 

পাশাপাশি, দর্শনার্থীদের আনন্দ আরো বাড়িয়ে দিতে মেলা প্রাঙ্গণে থাকছে ৩৬০ডিগ্রি ফটো বুথে ছবি তোলার সুযোগ।

বিকাশ শুরু থেকেই দেশে ক্যাশলেস ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। গত একযুগের যাত্রায় বিকাশ গড়ে তুলেছে দেশজুড়ে প্রায় ৬ লাখ মার্চেন্টের এক শক্তিশালী নেটওয়ার্ক। পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন ধরনের সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি ক্যাশলেস সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যার ফলে, ৭ কোটি ৩০ লাখ ভেরিফাইড রেজিস্টার্ড গ্রাহকের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে বিকাশ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad