Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-২-২০২৩, সময়ঃ সকাল ০৯:২১

দিনাজপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পন

দিনাজপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পন

দিনাজপুর প্রতিনিধি  ►

দিনাজপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন। আজ মঙ্গলবার একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ।

দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদ’র নেতৃবৃন্দ, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীল আলম ও প্যানেল মেয়র নেতৃত্বে পৌসভার কাউন্সিলরবৃন্দ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ফুলে ফুলে ছেয়ে দিয়েছে গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত শহীদ কেন্দ্রীয় মিনারসহ জেলার প্রতিটি শহীদ মিনার। এছাড়াও সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুস্পস্তুবক অর্পন করেন। 

এছাড়াও সকাল থেকে ৯ টা পর্যন্ত জেলার  সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষকে দিনাজপুর বড়ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য  হাজারো মানুষের ঢল নামে। 
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহীদ মিনারকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের  আয়োজন করা হয়েছে। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad