Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৬-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৪

দিনাজপুরে সর্ববৃহৎ ঈদুল আযহার জামাতে অংশগ্রহনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা নামাজ শুরু সকাল সাড়ে ৮টায়

দিনাজপুরে সর্ববৃহৎ ঈদুল আযহার জামাতে অংশগ্রহনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা নামাজ শুরু সকাল সাড়ে ৮টায়

দিনাজপুর প্রতিনিধি ► 

দিনাজপুর ঐতিহাসিক গোড় এ  শহীদ বড় ময়দানে দেশের বৃহৎ  ঈদুল আযহার জামাতে অংশগ্রহনের জন্য বাইরের দিনাজপুরের বিভিন্ন উপজেলা ও বাইরের জেলা থেকে ধর্মপ্রান মুসুল্লিদের সুবিধার্থে এবার বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে বলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি জানিয়েছেন।  

আজ শনিবার (১৭ জুন) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানে পবিত্র-ঈদ-উল আযহা নামাজের জামাত সুষ্ঠুভাবে সম্পন্নকরণের লক্ষ্যে কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম আরও বলেন দিনাজপুরের ঈদগাহ জামাত দেশ ছাড়িয়ে বিদেশেও পরিচিতি লাভ করেছে। 

বিশাল এই জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মসুল্লিরা আসেন নামাজে শরীক হতে। মুসুল্লীরা সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে খোলা মাঠে নামায আদায় করতে পারেন এজন্য সাড়া ঈদগাহ জুড়ে  কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। বাইরের জেলা থেকে মুসুল্লিরা যেন জামাতে নামায আদায় করতে পারেন এজন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। ঈদুল আযহার দিনে ধর্মপ্রাণ মুসুল্লিদের জন্য পঞ্চগড় থেকে  দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর বিশেষ ট্রেনটি চলাচল করবে।

আয়োজক কমিটির প্রধান জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মমিনুল করিম , বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল , পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন ডাঃ এএইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী , সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার প্রমুখ।

জেলা প্রশাসক শাকিল আহমেদ  জানিয়েছেন, ঈদুল আযহার জামাত অনুষ্টিত হবে সকাল সাড়ে ৮ টায়। এখানে ঈমামতি করেন ঈমাম মাওলানা সামশুল হক কাশেমী । 

পুরো ইদগাহ জুরে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ,বিজিবি,র‌্যাব,আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। সকাল ৭টা থেকে মুসুল্লিরা মাঠের প্রবেশ পথ দিয়ে আসতে থাকেন। মোট ১৭টি গেট মেটাল ডিটেক্টর দিয়ে শুধু মাত্র জায়নামায ও ছাতা নিয়ে প্রবেশ করবেন মুসুল্লিরা। থাকবে পর্যবেক্ষন টাওয়ার। ৩০ টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে।  ১১০ টি মাইক বসানো ছাড়াও  ইমাম মাহেবকে সহযোগিতা কারার জন্য বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে ১৫০ মুক্কাবির নিয়োজিত থাকবেন। থাকবে স্বাস্থ্য ক্যাম্প। ওজু করতে যেন অসুবিধা না এজন্য ২৫০টি  ওযুখানা এবং পানি খাবার ব্যবস্থা রাখা হবে। দিনাজপুর ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে এবার নবম বারের মত ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad