Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৩-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৬

দিনাজপুরে সিভিল সার্জনের পরিচয় ও স্বাক্ষর জালিয়াতি, আটক ১

দিনাজপুরে সিভিল সার্জনের পরিচয় ও স্বাক্ষর জালিয়াতি, আটক ১

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুরে সিভিল সার্জনের পরিচয় ও স্বাক্ষর জালিয়াতি করে চাকুরী দেওয়ার কথা বলে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ায় আশিকুর রহমান (২৬)  নামে এক প্রতারককে আটক করেছে  পুলিশ। এ সময় প্রতারকের নিকট থেকে  বিভিন্ন ব্যাক্তির ৫টি জীবন বৃত্তান্ত , একটি মোবাইল ফোন ও দুটি সিম উদ্ধার কর । 

আজ রবিবার দুপুরে গ্রেফতার হওয়া প্রতারককে  আদালতে  মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে । প্রতারক আশিকুর রহমান দিনাজপুর পৌর সভা এলাকার  দক্ষিন বালুবাড়ী  সিদ্দিকুল আলমের ছেলে ।

দিনাজপুর সদর র্সাকেল জিন্নাহ আল মামুনের নেতৃত্বে  প্রতারক আশিকুর রহমানকে তার নিজ বাড়ী থেকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে । 

দিনাজপুর সিভিল সার্জন ডাক্তার বোরহান উদ্দীনের স্বাক্ষর জাল জালিয়াতি করে অফিস সহকারী পদে একটি নিয়োগ পত্রের ফটো কপি হাতে পৌছলে । তাতক্ষনিক ভাবে বিষয়টি থানায় এজাহার হিসাবে দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে প্রতারকে গ্রেফতার করে । 

সদর সার্কেল আরোও জানান, প্রতারক আশিকুর রহমান বিভিন্ন সহজ সরল ব্যাক্তিকে টার্গেট করে চাকুরীর প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ হাতিয়ে নেয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক এ পর্যন্ত অনেক ব্যাক্তিকে চাকুরী প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে ।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad