দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরের পূণর্ভবা নদীতে গোসল করার সময় তলিয়ে গিয়ে ওমর আলী (৬০) নামে এক ব্যাক্তি নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধার চেষ্টা চালাচ্ছে।
আজ শুক্রবার দুপুর ১২ টার দিনাজপুর রেল ব্রীজের নীচে পূনর্ভবা নদীকে বয়স্ক ব্যাক্তিটি নিখোঁজ হয়। নিখোঁজ ওমর আলী বিরল উপজেলার চককাঞ্চন এলাকার বাইসা পাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিখোঁজ ওমর আলী শুক্রবার পুনর্ভবা নদীতে গোসল করার এক পর্যায়ে পূণর্ভবা নদীর গভীর পানিতে তলিয়ে যায় । নিখোঁজ হওয়ার সংবাদ তার পরিবারের নিকট পৌছোলে পরিবারের সদস্যরা প্রথমে নদীতে নেমে খোঁজ করেন। এক পর্যায়ে ওমর আলীকে না পেলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। এ রির্পোট লিখা পর্যন্ত ডুবুরী দল তার কোন সন্ধান পায়নি।
দিনাজপুর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ওমর আলী নামে এক বয়স্ক ব্যাক্তি পূনর্ভবা নদীতে ডুবে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে ডুবুরী দলকে খবর দেয়া হয়েছে।