Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৩

দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ

দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি►

দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে দখলমুক্ত করতে ফুলবাড়ীতে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদসহ গুড়িয়ে দেওয়া শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। 

বুধবার (১৯ জুলাই) বেলা ১১টায় সড়ক ও জনপথ বিভাগের প্রধান কার্যালয়ের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব আব্দুল লতিফ খানের নেতৃত্বে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় এলাকার উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানের শুরুতে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের দখলে থাকা পাকা মার্কেট গুড়িয়ে দেওয়া হয়। একই সময়ে সড়কের উভয় পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ সময় দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনছুরুল আজিজ, ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী জান্নাতুন ফেরদৌস, উপ সহকারী প্রকৌশলী আনফ সরকার, উপ বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনছুরুল আজিজ বলেন, উচ্ছেদ অভিযানের প্রথম দিন বুধবার (১৯ জুলাই) অর্ধশত কাঁচা-পাকা স্থাপনা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের সড়কের দখলকৃত জায়গা ছেড়ে দিতে একাধিকবার নোটিশ দেওয়ার পরও তারা কেউই কোনো প্রকার কর্ণপাত করেননি। এ কারণে সড়ককে অবৈধ দখলদার মুক্ত করতে সড়কে জনদুর্ভোগ লাঘবে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী সড়ক ও জনপথ বিভাগের প্রধান কার্যালয়ের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব আব্দুল লতিফ খান বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ছোটবড় কাঁচাপাকা স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা-বানিজ্য চালিয়ে আসছেন অবৈধ দখলদাররা। অনেকে সড়কের জায়গায় দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন এমন সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অনেক স্থাপনার জায়গার মালিকানা দাবি করে আদালত কর্তৃক স্থিতাবস্থা জারির দাবি করে বিভিন্ন কাগজপত্র বা ডকুমেন্ট উপস্থাপন করেছেন। দাখিলকৃত ওইসব কাগজপত্র বা ডকুমেন্ট যাচাই-বাছাই করে আগামীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, ফুলবাড়ী থানা পুলিশ, ফায়ার সার্ভিস সদস্য ও ফুলবাড়ী আবাসিক বিদ্যুৎ সরবরাহের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad