দিনাজপুর প্রতিনিধি►
দুদকের মামলায় গ্রেফতারকৃত দিনাজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলী মোর্শেদ আলমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার ( ৫ মার্চ) বিকেলে এই মামলার তদন্ত কর্মকর্তা দিনাজপুর দুদকের সহকারি পরিচালক ইসমাইল হোসেন ২ দিনের রিমান্ড মঞ্জুরের সংবাদ নিশ্চিত করেছেন।
এর আগে দিনাজপুর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক যাবিদ হোসেনের আদালতে গ্রেফতারকৃত উপসহকারী প্রকৌশলী মোর্শেদ আলম কে তোলা হয়।
আদালতে তোলার পর বিচারকের নিকট মামলার তদন্ত কর্মকর্তা ইসমাইল হোসেন আরো অধিকতর জিজ্ঞাসাবাদ ও এই ঘুষের লেনদেনের সাথে আরও কারা কারা জড়িত রয়েছেন। তাদেরকে খুঁজে বের করার জন্য এবং অধীরতোর জিজ্ঞাসাবাদ এর জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে মঞ্জুর করেন।
আদালতের প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাওয়ার পর ঘুষ গ্রহণকারী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলীকে অধিকতর জিজ্ঞাসাবাদ এর জন্য রিমান্ডের কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। উপসহকারী প্রকৌশলী মোরশেদ আলম কে বর্তমানে দিনাজপুর জেলা কারাগারে রাখা হয়েছে।
গত সোমবার ৪ মার্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঘুষ গ্রহণ মামলায় দিনাজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলী মোর্শেদ আলম কে গ্রেফতার করে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন দুদক।