মাধুকর ডেস্ক►
বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের সপ্তম ম্যাচে আজ বুধবার (১ নভেম্বর) মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপে টানা চার জয়ে উড়ন্ত সূচনা করেছিল নিউজিল্যান্ড। তবে এরপরই ছন্দপতন। টানা দুই ম্যাচে হেরে যায় কিউইরা। আজ জয়ে ফেরার আত্মবিশ্বাস নিয়ে বিধ্বংসী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ব্ল্যাক ক্যাপরা।
৬ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে খেলার পথে এগিয়ে থাকলেও এখনো শেষ চার নিশ্চিত হয়নি কিউইদের। সেই পথে এগিয়ে থাকতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাফল্য পাওয়ার লক্ষ্য নিউজিল্যান্ডের।
অন্যদিকে, পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকাও সেমিফাইনাল খেলার পথে এগিয়ে আছে। পাকিস্তানকে আগের ম্যাচে হারিয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটাররাও বেশ আত্মবিশ্বাসী।
বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে চারটিতেই তিনশর বেশি রান করেছে দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে চলতি বিশ্বকাপে ৪২৮ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহটিও প্রোটিয়াদের।